নির্বাচনী ডামাডোলের কারণে এবার উন্মুক্ত স্থানে ইংরেজি নতুন বছরের প্রথম প্রহর তথা থার্টিফার্স্ট নাইট উদযাপন নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে চার দেয়ালের মাঝে থার্টি ফার্স্ট নাইট পালনে কোনো বাধা নেই বলে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, সে ক্ষেত্রে নিরাপত্তার স্বার্থে পুলিশকে জানাতে হবে।
সোমবার বিকেলে ডিএমপি কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা মহানগরীর খোলা জায়গায় থার্টিফার্স্ট নাইট উদযাপনে নিষেধাজ্ঞা থাকলেও চার দেয়ালের মাঝে কেউ অনুষ্ঠান করলে আপত্তি নেই। তবে সেক্ষেত্রে পুলিশকে অবহিত করতে অনুরোধ জানাচ্ছি। যাতে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারি। ’
থার্টিফার্স্ট নাইটকে ঘিরে সুস্পষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই জানিয়ে তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এ কারণে আমাদের বাড়তি সতর্কতা রয়েছে। ’