মাসুদ পারভেজ কাপাসিয়া প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (১৯৭)গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে কাপাসিয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে শুক্রবার সকালে দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোসাঃ ইসমত আরার সভাপতিত্বে ও নির্বাচন অফিসার মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল শেখ। এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার ওসি (তদন্ত) রাজীব দাস। উপজেলার ১১৯ জন প্রিজাইডিং অফিসার ও ৫২৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। কাপাসিয়ায় ১১৯টি কেন্দ্রে ৫২৬টি বুথে ১ হাজার ৫২ জন পুলিং অফিসার দায়িত্ব পালন করবেন।এ আসনে এবারের মোট ভোটার ২ লক্ষ ৬৭ হাজার ৩৯৪ জন। যার মাঝে পুরুষ ভোটার ১ লক্ষ ৩১ হাজার ৮৮৫ জন ও নারী ভোটার ১ লক্ষ ৩৫ হাজার ৫০৯ জন।