বিশ্ববাজারে কমল সোনার দাম

Slider অর্থ ও বাণিজ্য

স্বর্ণের দাম নিম্নমুখী হয়েছে আন্তর্জাতিক বাজারে। বিশ্বজুড়ে ব্যাংকিং সংকট নিয়ে আশঙ্কা হ্রাস পেয়েছে। এতে বিনিয়োগকারীদের কাছে ঝুঁকিপূর্ণ সম্পদের চাহিদা কমেছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটি দর হারিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বুধবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৬০ ডলার ৯১ সেন্টে। আগের কার্যদিবসে যা ১ শতাংশ বেশি ছিল।

একই দিনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯৬২ ডলার ১০ সেন্টে।

সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, ‘আমরা দেখছি; স্বাভাবিকভাবে স্বর্ণের দাম কমছে। একদিন আগেও প্রতি আউন্সের দর ছিল ১৯৭৫ ডলার। সেখান থেকে ধাতুটির মূল্য কমছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *