শ্রমিকদের দক্ষতা বাড়াতে সেপবি ও বিজিএমইএর চুক্তি

অর্থ ও বাণিজ্য

bzmaপোশাক শ্রমিকদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ দিতে স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট প্রোগ্রাম অব বাংলাদেশের (সেপবি) সঙ্গে পোশাক প্রস্তুত ও রফতানিকারক সংগঠনের (বিজিএমইএ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার দুপুরে বিজিএমইএর কনফারেন্স রুমে এই চুক্তিতে স্বাক্ষর করা হয়।
যুক্তরাজ্যের দাতা সংস্থা ইউকে এইড ও এসডিসির (সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন) সহায়তায় এই প্রশিক্ষণ কেন্দ্র খোলা হবে।

অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, কারখানাগুলোকে নিয়ে একটি প্লাটফর্মে পৌঁছেছে বিজিএমইএ। তারই ধারাবাহিকতায় একটি কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করতেই সেপবির সঙ্গে এই চুক্তি সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, আমরা দক্ষতা এবং উৎপাদনশীলতার ওপর বেশি গুরুত্ব দিচ্ছি। শ্রমিকদের আরো দক্ষ করে গড়ে তোলার জন্য এই প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে। যা ২০২১ সালে ৫০ বিলিয়ন ডলার অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেপবির টিম লিডার পল ওয়েজারস বলেন, বাংলাদেশের গার্মেন্টস খাতকে এগিয়ে নিতে খুবই গুরুত্বপূর্ণ ছিলো এই চুক্তি। এই প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকদের আরো দক্ষ করে তোলা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি (অর্থ) রিয়াজ বিন মাহমুদ, দ্বিতীয় সহসভাপতি এম এ মান্নান কচিসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *