রাতে সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

Slider রাজনীতি


ঢাকা: জাপা চেয়ারম্যানের একান্ত ব্যক্তিগত সচিব ও দলটির নেতা খালেদ আখতার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

এদিকে সাবেক এই রাষ্ট্রপতির উপপ্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, মেডিকেল চেকআপের জন্য এইচ এম এরশাদ সিঙ্গাপুর যাচ্ছেন। রাত ১০টা ৪৫ মিনিটে এসকিউ ৪৪৭ বিমান যোগে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মো. মনজুরুল ইসলাম তাঁর সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন। চিকিৎসা শেষে দ্রুতই দেশে ফিরে আসবেন হুসেইন মুহম্মদ এরশাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *