ঢাকা:ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন পেয়েছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী তালিকায় যৌথভাবে বেবী নাজনীন, সাবেক সংসদ সদস্য ও সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকারের নাম রাখা হয়েছে।
সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে বিএনপি প্রার্থীদের নাম প্রকাশ করা হয় এবং মনোনীতদের চিঠি দেয়া হয়।
বেবী নাজনীন বলেন, ‘আমি নীলফামারী-৪ আসনের এলাকার মানুষের জন্য আগে থেকে কাজ করে যাচ্ছি। মনোনয়ন পেয়েছি। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমার জন্মস্থান সৈয়দপুরে, আমি এলাকার মানুষের পাশে থাকতে এই নির্বাচনে অংশ নিচ্ছি। ইনশাআল্লাহ জয়ী হবো।
অন্যদিকে বিএনপির মনোনয়ন পেয়েছেন আরেক কণ্ঠশিল্পী কনকচাঁপা। তিনি সিরাজগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন। আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী ও দলটির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের সাথে প্রতিদ্বন্দিতা করবেন তিনি। তিনিও জয়ের ব্যাপারে আশাবাদী।