আপিল চলাকালে দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না : হাইকোর্ট

Slider বাংলার আদালত


ঢাকা: বিচারিক আদালতে দুই বছরের বেশি দণ্ড হলে এবং আপিলে মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তবে আপিল বিভাগ দণ্ড স্থগিত বা বাতিল করে জামিন দিলে তবেই সাজাপ্রাপ্ত ব্যক্তিরা নির্বাচন করতে পারবেন। বিএনপির পাঁচ নেতা দণ্ড স্থগিত প্রশ্নে আজ এ আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ।

এর আগে পৃথক আবেদনের উপর শুনানি নিয়ে গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য আজ মঙ্গলবার ধার্য করেন।

বিএনপির যে ৫ নেতার দণ্ড স্থগিত চাওয়া হয়েছে, তারা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান, বিএনপি সমর্থিত চিকিৎসক নেতা ডা. এজেডএম জাহিদ হোসেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া, ঝিনাইদহ-২ আসনের সাবেক সাংসদ ও ঝিনাইদহ বিএনপির সভাপতি মো. মশিউর রহমান ও বিএনপি নেতা ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও মো. আব্দুল ওহাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *