ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আসন বন্টন নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়ছেন বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমীর।
আজ সকালে বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় অনির্ধারিত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ঐক্যফ্রন্টের সঙ্গে আসন বন্টন নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ঐক্যবদ্ধ ভাবেই নির্বাচনে লড়বো আমরা।