গাজীপুর: সারাদেশের ন্যায় গাজীপুরে জামজকম পরিবেশে ও বর্নাঢ়্য আয়োজনের মধ্য দিয়ে ৪৭তম জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
আজ রোববার সকাল থেকে দুুপুর পর্যন্ত গাজীপুর শহরে র্যালী ও আলোচনা সবার মধ্য দিয়ে এই দিবস পালিত হয়।
গাজীপুর জেলা প্রশাসন মিলনায়তনে(নাটমন্দির) গাজীপুরের জেলা প্রশাসক ড.দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটিকরপোরেশনের মেয়র আলহাজ্ব এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর কেন্দ্রিয় সমবায় ব্যাংক লিঃ এর চেয়ারম্যান মোঃ ছানাউল্লাহ, গাজীপুর জেলা সমবায় ইউনিয়ন লিঃ এর সহসভাপতি মোঃ কামাল উদ্দিন।
স্বাগত বক্তব্য দেন গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা আবুল খায়ের। শুভেচ্ছা বক্তব্য দেন গাজীপুর জেলা সাংবাদিক কল্যান সমবায় লিঃ এর সভাপতি ড. এ কে এম রিপন আনসারী।
গাজীপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমানের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ছায়াবীথী গৃহনির্মান সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ হাছান আলী, শাপলা সঞ্চয় ঋন দান সমবায় লিঃ এর সভাপতি মোঃ ইউনুছ আলী প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আমজাদ হোসেন মুকুল সহ অনেকে।
অনুষ্ঠানে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। আলেচনা সভা শেষে দশটি সমিতিকে সম্মান ক্রেষ্ট প্রদান করা হয়েছে।