শ্যালা নদী থেকে সংগৃহীত ফার্নেস অয়েল ৪০ টাকা নির্ধারণ

জাতীয়

shajanশ্যালা নদী থেকে সংগৃহীত প্রতি লিটার ফার্নেস অয়েলের মূল্য ১০ টাকা বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে এর মূল্য আরো বাড়ানো হতে পারে।

রোববার দুপুরে নৌ পরিবহণমন্ত্রী শাজাহান খান এসব তথ্য জানিয়েছেন।

সচিবালয়ে শ্যালা নদীতে ফার্নেস অয়েল জনিত দূষণ নিয়ন্ত্রণ এবং প্রতিবেশ, জীববৈচিত্র্যের ওপর সম্ভাব্য প্রভাব মোকাবিলার লক্ষ্যে অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

সভায় এ বিষয়ে মোট ১২টি সিধান্ত গ্রহণ করা হয়েছে বলে নৌমন্ত্রী জানিয়েছেন।

গত ১০ ডিসেম্বর প্রথমবার প্রতি লিটার ফার্নেস অয়েলের মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, ৯ ডিসেম্বর পূর্ব সুন্দরবনের শ্যালা নদীর চাঁদপাই রেঞ্জের মালবাহী জাহাজের ধাক্কায় ‘ওটি সাউদার্ন স্টার সেভেন’ নামে একটি তেলবাহী ট্যাংকার ভোরে ডুবে যায়। ট্যাংকারটি গোপালগঞ্জের একটি বিদ্যুৎকেন্দ্রের জন্য খুলনার পদ্মা অয়েল ডিপো থেকে ৩ লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার ফার্নেস অয়েল নিয়ে যাচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *