নাটোরের বড়াইগ্রামে একটি বাল্যবিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাল্য বিয়ের আয়োজন করায় তিন জনকে ৪০ হাজার টাকা জরিমানা করে আদালত।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার পারভেজ উপজেলা ঢুলিয়া গ্রামের বাকু মিয়ার বাড়ি যায়। সেখানে বাকু মিয়ার অষ্ঠম শ্রেণিতে পড়ুয়া মেয়ে বৃষ্টি খাতুনের (১৪) বিয়ে বন্ধ করে। পরে আদালত পরিচালনা করে বর গুরুমশৈলের সিদ্দিকুর রহমান মৃধার ছেলে জিল্লুর রহমান মৃধা (২৪), বরের খালু আদগ্রামের কাজেম খানের ছেলে আব্দুল সালাম ও কনের চাচা ঢুলিয়া গ্রামের রুপচাঁদ হাজীর ছেলে শাকিল হোসেন সাকুকে বাল্যবিয়ে করার উদ্যোগ গ্রহণ করার অপরাধে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় আদালত যথার্থ বয়স না হওয়া পর্যন্ত বাল্যবিয়ে করা বা দেয়া যাবে না মর্মে মুচলেকাও গ্রহণ করে।