বরিশালের হিজলা উপজেলার বাহেরচর গ্রামে স্বামীর মারধরে সালমা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বাবার দায়ের করা মামলার প্রেক্ষিতে আজ রবিবার দুপুরে অভিযুক্ত স্বামী শামীম সরদারকে গ্রেফতার করেছে হিজলা থানা পুলিশ।
নিহত গৃহবধূর সালমা বেগম একই উপজেলার বাহেরচর গ্রামের নেছার হাওলাদারের মেয়ে। আটক শামীম সরদার একই গ্রামের মৃত নুরুল আমীন সরদারের ছেলে।
নেছার হাওলাদার জানান, সম্প্রতি শামীম পরকীয়া প্রেমে আসক্ত হওয়ায় তাদের দাম্পত্য কলহ চলছিল। এরই জেরে গত শনিবার মধ্যরাতে শামীমের সঙ্গে সালমার ঝগড়া হয়। এসময় সালমাকে বেদম মারধর করে তার স্বামী। গুরুতর অবস্থায় ওই রাতেই সালমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সালমাকে মৃত ঘোষণা করেন।
হিজলা থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় সকালে গৃহবধূ সালমা বেগমের বাবা নেছার হাওলাদার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর পরই পুলিশ শামীম সরদারকে পুলিশ গ্রেফতার করেছে। ময়না তদন্তের জন্য সালমার মরদেহ বরিশাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।