তৃতীয়বারের মতো মেয়র হলেন বিএনপির তোফাজ্জল

Slider বাংলার মুখোমুখি

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী ভুট্টু বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন এমন সংবাদের পর থেকেই বিএনপি সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।

তোফাজ্জল হোসেন ভুট্টু মোট ভোট পেয়েছেন ৭ হাজার ৭৮৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের আশরাফুল ইসলাম মন্টু পেয়েছেন ৭ হাজার ৪০২ ভোট। ৩৮৬ ভোটের ব্যাবধানে মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বিজয়ী হয়েছেন।

সারিয়াকান্দি পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী মতিউর রহমান মতি বেসরকারিভাবে জয়ী হয়েছেন। মতির প্রাপ্ত ভোট সংখ্যা ৬ হাজার ৫৭৪টি। স্বতন্ত্র প্রার্থী আলমগীর শাহী সুমন (নারিকেল গাছ) পেয়েছেন ২ হাজার ২৭৬টি।

এছাড়া সর্বশেষ সন্ধা ৭টায় প্রাপ্ত খবরে জানা গেছে, শেরপুর পৌরসভার ১১টি কেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র জানে আলম খোকা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৭৩৭ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *