হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট:মঙ্গলবার ৩০ অক্টোবর দেশব্যাপি ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক’ সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠান উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের অয়োজনে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নানা কর্মসূচীর পালিত হয়।
সকাল একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠানিকভাবে দিনব্যাপি এর উদ্বোধন ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) আবু সাঈদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল,আওয়ামী যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা, মুক্তিযোদ্ধা মসহীন টুলু,তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ।
পরে মেলা প্রাঙ্গণে লোকজ সাংস্কৃতির ঐতিয্য লাঠিখেলা প্রদশন করে ভোটমারি ইউনিয়ননের শ্রুতিধর গ্রামের লাঠিয়ার দল।
মেলায় ৩৪টি স্টল স্থান পায়। সন্ধায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশজ সংগীতের আয়োজন করা হয়।