ফুটপাত ধরে কথা বলতে বলতে হাঁটছিলেন এক নারী চিকিৎসক এবং একজন নার্স। হঠাৎই পুরো ফুটপাতটাই ধসে যায়।
মুহূর্তে মাটির গর্ভে তলিয়ে গেলেন দুজনই। ঘটনাটি ঘটেছিল স্থানীয় সময় বুধবার বিকেল চারটার দিকে তুরস্কের দিয়ারবাকির এলাকায়।
কাজ শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন চিকিৎসক সুজান কুডে বালিক এবং নার্স ওজলেম ডুইমাজ। কথা বলতে বলতে ফুটপাত দিয়েই হাঁটছিলেন তারা। এক জায়গায় একটু দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎই ওই এলাকার পুরো ফুটপাত ধসে যায়।
মুহূর্তের মধ্যে পাথর, বালির সঙ্গে নিচে তলিয়ে যান তারা। ভয়ঙ্কর ওই দৃশ্য দেখতে পেয়ে পথচারী এবং স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে তাদের উদ্ধারের কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনীর সদস্যরা।
দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তাদের আঘাত সামান্য।
দুর্ঘটনার পর পুরো এলাকাটি সিল করে দিয়েছে পুলিশ। কীভাবে ফুটপাত ধসে গেল তার তদন্ত শুরু করেছে পুলিশ এবং দমকল।