লালমনিরহাটে কৃষক নিহত, স্ত্রী – ছেলে আহত, আটক এক

Slider রংপুর

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট:লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে ফজলুর রহমান(৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন।

আহত হয়েছেন তার স্ত্রী ও ছেলে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে।

বৃহস্পতিবার(২৫ অক্টোবর) রাত ৮ টার দিকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

নিহত কৃষক ফজলুর রহমান সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ তেলিটারী গ্রামের মৃত দানেস আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ফজলুর রহমানের সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ প্রতিবেশী ইছান উদ্দিনের ছেলে আব্দুর রহমানের। এ বিষয়ে একাধিকবার স্থানীয় ভাবে বৈঠক হলেও মানতে নারাজ আব্দুর রহমান।

বৃহস্পতিবার বিকেলে নিজের বাড়ির পাশে সুপারি গাছের চারা রোপন করছিলেন কৃষক ফজলুর রহমান।

এ সময় দলবল নিয়ে অতর্কিত ভাবে ফজলুরের উপর দেশী অস্ত্রে হামলা চালায় আব্দুর রহমান ও তার শ্বশুরালয়ের লোকজন।

কৃষক ফজলুরকে বাঁচাতে এগিয়ে এলে হামলার শিকার হন তার স্ত্রী আহেরন বেগম (৩৬) ও ছেলে তাইজুল ইসলাম(১২)।

স্থানীয়রা তাদের তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা কৃষক ফজলুর রহমানকে মৃত বলে ঘোষনা করেন। আহত মা ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দিকে স্থানীয়দের খবরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক ভাবে আব্দুর রহমানের চাচা শ্বশুর আবুল কাসেমকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, সন্দেহ জনক ভাবে একজনকে আটক করে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। বাকীদেরও আটক করার চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *