সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পূর্বদেলুয়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ৪শত বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ । বৃহস্পতিবার বিকেলে এ সার জব্দ করা হয়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোলাম মোস্তফা জানান, জব্দকৃত সার সিরাজগঞ্জ মতিন সাহেবের ঘাট থেকে উত্তোলন করে ট্রাকে করে শ্যামগঞ্জ বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই ৪শত বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।
পরে জব্দকৃত সার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের ভ্রাম্যমান আদালতে নেয়া হলে ভ্রাম্যমান আদালত মালিক না থাকায় আটককৃত সার থানা হেফাজতে রাখার নির্দেশ দেন। ওই আটককৃত ইউরিয়া সার নিলামে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।