ইন্দোনেশিয়ায় ভূমিধসে সাতজন নিহত, নিখোঁজ ১০৮

সারাবিশ্ব

image_162471.indoneshiaইন্দোনেশিয়ার পার্বত্যাঞ্চলে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে সাতজন প্রাণ হারিয়েছেন। প্রাকৃতিক এ দুর্যোগে ১০৫টি বাড়িঘর সম্পূর্ণ ধসে গেছে এবং এখন পর্যন্ত ১০৮ জন নিখোঁজ রয়েছে। জাভার বানজারনেগারা অঞ্চল থেকে শ শ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল রাতে ভূমিধসের ঘটনা ঘটে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র সুতোপো নুগ্রহ বলেছেন, এ পর্যন্ত ৩৭৯ জনকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, এ ভূমিধসে জেমব্লুং গ্রাম সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ভূমিধসে বিভিন্ন রাস্তা সম্পূর্ণ বিপর্যস্ত হওয়ায় উদ্ধারকাজ ভীষণভাবে ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *