প্রধানমন্ত্রীর জন্মদিনে দুই লাখ মানুষকে মিষ্টি খাওয়াবে যুবলীগ ঢাকা দক্ষিণ

Slider জাতীয়

আগামী ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন। বঙ্গবন্ধুকন্যার জন্মদিনে রাজধানীতে দুই লাখ মানুষকে মিষ্টিমুখ করাবে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।

এছাড়াও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় অর্ধদিনব্যাপী বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। ওই দোয়া অনুষ্ঠানে ৩০ হাজার যুবক অংশ নেবেন। এ জন্য রাজধানীর মতিঝিলের আরামবাগ বাফুফে মাঠে (বালুর মাঠ) বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। আজ বুধবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণের নেতারা মাঠটি পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রীর জন্মদিনকে জনগণের ক্ষমতায়ন হিসেবে পালন করে যুবলীগ।
জানা গেছে, প্রতি বছরের মতো এবারও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গরীব, অসহায় মানুষকে খাওয়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। এ জন্য রাজধানীর তিনটি প্রসিদ্ধ খাবারের দোকানে দুই লাখ প্যাকেট মিষ্টির অর্ডার দেয়া হয়েছে। ওই প্যাকেটে একটি মিষ্টি, একটি ছানার সন্দেশ, নিমকি, সিঙ্গারা, ছামুচা রাখা হবে। সকাল থেকেই রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় যুবলীগ দক্ষিণের নেতাকর্মীরা মানুষের মধ্যে এই প্যাকেট বিতরণ করবেন।

২৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকে জুম্মার আগ পর্যন্ত বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। জুম্মার নামায শেষে আলোচনা সভা, রক্তদান কর্মসূচি রাখা হয়েছে।
এ প্রসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর নিদের্শে আমরা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিনকে ‘জনগণের ক্ষমতায়ন’ দিবস হিসেবে পালন করি। প্রতি বছরের ন্যায় এবারও আমরা সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানোর উদ্যোগ গ্রহণ করেছি। এজন্য রাজধানীর তিনটি প্রসিদ্ধ মিষ্টির দোকানে দুই লাখ প্যাকেট মিষ্টির অর্ডার দেয়া হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় ঘুরে প্যাকেটগুলো বিতরণ করবেন। একই সঙ্গে মতিঝিলের বাফুফের মাঠে ৩০ হাজার যুবকের উপস্থিতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সুস্থাস্থ্য ও তার সার্বিক মঙ্গল কামনায় অর্ধদিন ব্যাপী দোয়া, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। ’
তিনি বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া চাই, তিনি যেন দীর্ঘদিন বেঁচে থাকেন এবং সরকার প্রধান হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *