স্পোর্টস রিপোর্টার: এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাইয়ে শুরু থেকেই গ্রুপ সেরার প্রশ্নে বাংলাদেশের প্রবল প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছিল ভিয়েতনামকে। বলা হচ্ছিল, দুই দলের লড়াইয়েই ঠিক হবে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের পরবর্তী রাউন্ডে কারা যাবে। তবে ভিয়েতনামকে উড়িয়ে দিয়েই পরের রাউন্ডের টিকিট কাটলো বাংলাদেশ। আজ কমলাপুর স্টেডিয়ামে ভিয়েতনামকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েই পরের রাউন্ডে পা রাখলো বাংলাদেশ। গোলটি দুটি করেছেন তহুরা ও আঁখি খাতুন। এ জয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে উঠেগেল বাংলাদেশ। রানার্সআপ ভিয়েতনামের সুযোগ রয়েছে। ছয় গ্রুপের ছয় রানার্সআপের সেরা দুটি দলই সুযোগ পাবে পরের রাউন্ডে যাওয়ার।
এর আগে ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েই অনূর্ধ্ব-১৬ এশিয়ান চ্যাম্পিয়নশিপে নাম লিখিয়েছিল বাংলাদেশ। গতবারের চেয়ে এবার দলসংখ্যা বেড়েছে বাছাইপর্বে। তাইতো প্রথম রাউন্ডের ৬ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্সআপ দল উঠছে দ্বিতীয় রাউন্ডে। ৮ দল দ্বিতীয় রাউন্ডে খেলবে ২ গ্রুপে। সেখান থেকে চারটি দল উঠবে চূড়ান্ত পর্বে। চূড়ান্ত পর্বের আয়োজক এবারও থাইল্যান্ড। স্বাগতিক থাইল্যান্ড এবং উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান সরাসরি খেলবে শিরোপা নির্ধারনী পর্বে। গত বারের মতো এবারও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতী পর্বে যেতে যান বাংলাদেশের কোচ।