
রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ট্রাফিক ব্যবস্থাপনাকে কার্যকর গতিশীল এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা সংক্রান্তে ট্রাফিক ক্যাম্পেইন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মাওনা হাইওয়ে থানার উদ্যোগে পৌর এলাকার মাওনা চৌরাস্তায় উড়াল সেতুর নিচে ট্রাফিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে ট্রাফিক ও সড়ক-মহাসড়কে চলাচল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন। এসময় আরো বক্তব্য দেন মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল উদ্দিন, মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোকাররম হোসেন, জাতীয় শ্রমিকলীগ গাজীপুর জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক জালাল উদ্দিন, শ্রীপুর পৌর শ্রমিকলীগের সভাপতি লিটন ফকির, সাধারণ সম্পাদক মাসুম মিয়াসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা।