এমপি হতে চাই : হিরো আলম

Slider বিনোদন ও মিডিয়া

এবার এমপি নির্বাচন করার আগ্রহ প্রকাশ করলেন হিরো আলম খ্যাত আশরাফুল হোসেন আলম। বগুড়া-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচন করতে চান তিনি। রোববার রাতে বগুড়ার নিজ এলাকায় সাংবাদিকদের নিজের এ ইচ্ছার কথা জানান হিরো আলম।

এ বিষয়ে হিরো আলম বলেন, ‘আমি নিজে গরিব তাই গরিবের কষ্টটা বুঝি। মানুষের ভালোবাসা পেয়েই আমি আজকের হিরো আলম হয়েছি। রাজনৈতিক কোনো ছত্রছায়া ছাড়াই নিজের জনপ্রিয়তা দিয়েই এমপি হতে চাই।

তিনি আরো বলেন, ‘মানুষের চেহারা দেখে নয় প্রতিভা দেখে বিচার করুন। আমি বগুড়ার সন্তান তাই বগুড়া নিয়েই আমার অনেক স্বপ্ন। এখানেই সবসময় থাকতে চাই। বগুড়াবাসী আমাকে এমপি নির্বাচিত করলে, আমি সংসদে গিয়ে প্রথমে গ্রামের প্রতিভার কথা তুলে ধরবো পাশাপাশি রাস্তাঘাটসহ অন্যান্য উন্নয়নের কথা বলব।’

কোনো রাজনৈতিক দলের সমর্থন পাওয়া প্রসঙ্গে আলম বলেন, ‘আমি এর আগেও নির্বাচন করেছি। দুইবারই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। তাই এবারো এর ব্যাতিক্রম নয়। তবে কোনো রাজনৈতিক দল যদি আমাকে মনোনয়ন দেয়ার প্রস্তাব দেয় সেটা ভেবে দেখব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *