বান্দরবান জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার এর নির্দেশনায় গোয়েন্দা শাখার ওসি আনোয়ার হোসেনের এই অভিযান চালান।
জানা গেছে, বুধবার রাতে বান্দরবান পৌরসভার ষ্টেডিয়াম জামে মসজিদের দক্ষিণ পাশের তিন রাস্তার মাথায় এক ব্যক্তি অবৈধ ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ছৈয়দ মোঃ সরোয়ার আলম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকৃত সরোয়ার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।
আটককৃত সরোয়ার জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা নিয়ে বান্দরবানসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। সরোয়ারের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/ ২০০৪) এর ১৯(১) টেবিলের ৯(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, মাদকের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।