গাজীপুরের টঙ্গীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল সোমবার (২৭ আগস্ট) রাত ৩টার দিকে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। র্যাবের দাবি, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে র্যাবের পক্ষ থেকে।
র্যাব-১ এর অধিনায়ক (সিও) সারওয়ার বিন কাশেমের ভাষ্যমতে, র্যাবের টহলদল ঘটনাস্থলে গেলে কয়েকজন অস্ত্রধারী র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরাক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় পালিয়ে যান বাকিরা। নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে জানার চেষ্টা চলছে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলেও জানান এই র্যাব অধিনায়ক।