শ্রীপুরে আজকের পত্রিকার সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Slider বিনোদন ও মিডিয়া


রমজান আলী রুবেল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ আজকের পত্রিকা শ্রীপুর প্রতিনিধি সাংবাদিক রাতুল মণ্ডলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি এবং স্মারক লিপি দিয়েছে সাংবাদিকরা।

আজ ৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে শ্রীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বিন্দুদের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে শ্রীপুরে কর্মরত সংবাদকর্মীরা।

শ্রীপুর প্রেসক্লাবের আহবায়ক আব্দুস ছালাম রানার সভাপতিত্বে ও শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক বনিকবার্তার গাজীপুর প্রতিনিধি মাহফুল হাসান হান্নান, দৈনিক আমাদের সময়ের শ্রীপুর প্রতিনিধি আব্দুল লতিফ, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি শাহীন আকন্দ, যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক, বাংলাদেশ প্রতিদিনের শ্রীপুর প্রতিনিধি মো. মাহবুবুর রহমান, প্রথম আলোর প্রতিনিধি সাদিক মৃধা, ডাকা টামইস শ্রীপুর প্রতিনিধি সিদ্দিকুর রহমান, ভোরের সময়ের শ্রীপুর প্রতিনিধি মাহফুজুর রহমান ইকবাল, আনন্দ টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি আদনান মামুন,এশিয়ান টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি কবির সরকার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, দেশ রূপান্তরের শ্রীপুর প্রতিনিধি মো. রেজাউল করিম সোহাগ, আলোকিত বাংলাদেশ শ্রীপুর প্রতিনিধি মোশাররফ হোসাইন তযু, মানব কণ্ঠের শ্রীপুর প্রতিনিধি সিহাব খান, সময়ের আলোর শ্রীপুর প্রতিনিধি মেহেদী হাসান লিটন, সাংবাদিক আব্দুল আজিজ, সাংবাদিক এমদাদুল হক, সাংবাদিক আসাদুজ্জামান বিপু, সাংবাদিক সাইফুল আলম সুমন, সাংবাদিক আনোয়ার হোসেন, শ্রীপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, দৈনিক জনতার শ্রীপুর প্রতিনিধি উজ্বল মিয়া, সাংবাদিক আন্দুল বাতেন বাচ্চু, সাংবাদিক মোজাহিদ, সাংবাদিক জোনায়েদ, সাংবাদিক আরিফ মন্ডল, সাংবাদিক আরিফ প্রধান, সাংবাদিক তানভীর আহমদ,সাংবাদিক রমজান আলী রুবেল, আতিকুল রহমান, রুমান মিয়া, আব্দুল কাদির, মো. হিমু সরকার, ওয়াসিম আকরাম, শামীম প্রমুখ।

এসময় সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *