ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন মোট ২ লাখ ১৫ হাজার পশু কোরবানি হয়েছে। বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং সড়ক পরিচ্ছন্নতা কাজে ২৮০টি বিভিন্ন ধরনের যান-যন্ত্রপাতি নিয়োজিত ছিল।
এসব কাজে ঢাকা উত্তর সিটি করপোরেশননের নিজস্ব ২ হাজার ৭০০ জন পরিচ্ছন্ন কর্মীসহ সর্বমোট ৯ হাজার ৫০০ জন পরিচ্ছন্ন কর্মী কাজ করেছেন। ডিএনসিসি এলাকার মোট ৮ হাজার ৫০০ টন বর্জ্য ১ হাজার ৫৪৫টি ট্রিপে অপসারণ করা হয়েছে।
রাজধানীর গুলশানে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে ডিএনসিসি। প্যানেল মেয়র জামাল মোস্তফা জানান, এ বছর কোরবানির পশুর ব্যবস্থাপনার মতো একটি চ্যালেঞ্জিং কাজ ঢাকা উত্তর সিটি করপোরেশন পূর্ব ঘোষিত ২৪ ঘণ্টার মধ্যেই সাফল্যের সঙ্গে সমাপ্ত করতে পেরেছে।
এবার সিটি করপোরেশনের পশু জবাইয়ের ১৮৩টি স্থান নির্ধারণ করা হয়েছিল। এছাড়া সরকারি ও ব্যক্তি মালিকানাধীন আবাসিক কমপ্লেক্সের ভেতরে উপযুক্ত স্থান হিসেবে চিহ্নিত ৩৬৬টি স্থানসহ মোট ৫৪৯টি স্থানে উল্লেখযোগ্য সংখ্যক পশু কোরবানি দেওয়া হয়েছে।