প্রধানমন্ত্রী ‘খুনিদের’দায়িত্ব নিলেন

Slider জাতীয় টপ নিউজ ঢাকা নারী ও শিশু রাজনীতি সারাদেশ

44040_Mirza

গ্রাম বাংলা ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী ‘খুনিদের’ দায়িত্ব নিয়েছেন।

সংসদ সদস্য নাসিম ওসমানের শোক প্রস্তাবের আলোচনায় প্রধানমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সাত খুন এবং ত্বকী হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে শনিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে একথা বলেন ফখরুল।

“উনি (শেখ হাসিনা) বলেছেন, তিনি ওসমান পরিবারের পাশে থাকবেন। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি সব গডফাদার, খুনি, ক্রিমিনালদের দায়িত্ব নিয়েছেন।”

আওয়ামী লীগ গঠন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ওসমান পরিবারের ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী এই পরিবারের দেখাশোনা করার প্রতিশ্রুতি দেন।

ওসমান পরিবারের ছেলে আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে ‘গডফাদার’ বলেন বিএনপি নেতারা।

সাত খুনের প্রধান আসামি পলাতক নূর হোসেনের সঙ্গে শামীমের ফোনালাপ প্রকাশের পর তাকে জিজ্ঞাসাবাদের দাবি উঠেছে। ত্বকী হত্যাকাণ্ডেও এই স্কুলছাত্রের বাবার অভিযোগের মুখে রয়েছে এই পরিবার।

ফখরুল বলেন, “অতীতেও ক্ষমতাসীনরা হাজারী, ওসমান, তাহের পরিবারকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। আজ গুম-অপহরণ-খুনের ঘটনায় জাতি যখন আতঙ্কিত তখন সরকার সর্বত্র ওই সব গডফাদারদের প্রশ্রয় দিচ্ছে।

“এটাই আওয়ামী লীগের চারিত্রিক বৈশিষ্ট। তারা যেনতেনভাবে জোর করে ক্ষমতায় টিকে রাখার অপচেষ্টা চালাচ্ছে।”

সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, “এভাবে গুম-অপহরণ-সন্ত্রাস করে, গডফাদার ও সমাজবিরোধীদের আশ্রয় দিয়ে সরকার বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।”

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের ওপর লেখা ‘প্রাচীর’ শিরোনামের একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফখরুল।

মহিউদ্দিন খান মোহন রচিত সূচীপত্র থেকে প্রকাশিত ১২৮ পৃষ্ঠার এই গ্রন্থের মূল্য ধরা হয়েছে আড়াইশ’ টাকা।

জিয়াকে ‘ক্ষণজন্মা নেতা’ অভিহিত করে ফখরুল বলেন, “ষড়যন্ত্র করে তার নাম জনগণের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না।”

চলচ্চিত্র পরিচালক শফি বিক্রমপুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রেসসচিব তাজুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *