গ্রাম বাংলা ডেস্ক: ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা ছাড়া অন্য সবখাতের বরাদ্দ নিয়ে সমালোচনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, এ বাজেট স্বপ্নবিলাসী। এ বাজেট বাস্তবায়নের কোনো সম্ভাবনা নেই। তাই এ ব্যাপারে মানুষকে বিভ্রান্ত না করার আহ্বান জানান তিনি।
শনিবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন এরশাদ। বাজেট বিষয়ে জাতীয় পার্টির প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তার দল বাজেটকে স্বাগত জানিয়েছেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, স্বাগত জানাচ্ছি না, এ বাজেট বাস্তবায়ন করা সম্ভব হবে কি না সে বিষয়ে আমার শঙ্কা প্রকাশ করছি।
বিরোধী দল হিসেবে সংসদে এ বিষয়ে আপনারা কথা বলবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, সংসদে এরচেয়েও কঠিন ভাষায় কথা বলবো।