rপুলিশের পিবিআই প্রধানের গাড়িচালকের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ! মামলা

Slider টপ নিউজ

ঢাকা: পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানের গাড়িচালকের লাইসেন্সের মেয়াদ নেই। আন্দোলনরত ছাত্ররা তার গাড়ির লাইসেন্স চাইলে চালক হালনাগাদ লাইসেন্স দেখাতে পারেননি।মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দেখানোয় তার গাড়ি ঘিরে বিক্ষোভ করে আন্দোলনরতরা। পরে মামলা দেয় ট্রাফিক পুলিশ।

আজ শনিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার সরকারি গাড়ি নিয়ে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যাওয়ার পথে ছাত্ররা তার গাড়ি চালকের লাইসেন্স দেখতে চান। কিন্তু লাইসেন্সটি দেখে আন্দোলনকারীরা তা মেয়াদোত্তীর্ণ বলে শনাক্ত করে।

সেখানে উপস্থিত পুলিশ পরিদর্শক শের আলী সাংবাদিকদের জানান, পিবিআই প্রধানের গাড়ির চালকের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ ছিল। পরে ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগে চালকের বিরুদ্ধে মামলা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *