গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের নৌকা ভ্রমণ

Slider গ্রাম বাংলা

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর: বর্ষায় নদী পথে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে অনুষ্ঠিত হয়েছে গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বার্ষিক নৌকা ভ্রমণ ও আনন্দ উৎসব।

২৮ জুলাই (১৩ শ্রাবণ) শনিবার গাজীপুরের ঐতিহাসিক চিলাই হয়ে বালু নদীর পাড়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ওই উৎসব।

সকালে গাজীপুর মহানগরের কানাইয়া বাজার সংলগ্ন চিলাই নদীর পাড়ে একটি ইঞ্জিনচালিত নৌকায় উঠেন সাংবাদিকেরা। শুরু হয় নদীপথ ভ্রমণ। নাচ-গান আর বাদ্যযন্ত্রের তালে তালে প্রকৃতির মাঝে সংবাদকর্মীদের আনন্দ উল্লাসের মুহূর্তগুলো ফুঁটে ওঠে। পূবাইল বাজার-নাগরী-উলুখলা-তেরমুখ হয়ে নৌকা প্রবেশ করে বালু নদীতে। একপর্যায়ে নদীর পাড়ে পূর্বাচল উপশহর (ইছাপুরা বালুচর) তিনশ’ফিট ব্রীজের নিচে নৌকা নোঙর করা হয়। সেখানে দুপুরের খাওয়া দাওয়া শেষ করা হয়।

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রোমান শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ ফরিদের পরিচালনায় অনুষ্ঠিত নৌকা ভ্রমণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, দৈনিক কন্ঠবাণী পত্রিকার সম্পাদক মোঃ জানে-এ-আলম, সাপ্তাহিক ভাওয়াল পত্রিকার সম্পাদক মোঃ মনিরুজ্জামান, ভোরের বাণী সম্পাদক মোঃ নাসির উদ্দিন বুলবুল, দৈনিক নওরোজ পত্রিকার মোঃ মনসুর আহম্মেদ, গাজীপুর নিউজ টুয়েন্টিফোর ডট কম-এর সম্পাদক মোঃ মিজানুর রহমান, জাতীয় কবিতা পরিষদ গাজীপুুর জেলা শাখার সভাপতি কবি আবু নাসির খান তপন প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা এডভোকেট মোঃ লাবীব উদ্দিন, ব্যাংকার মোঃ আক্তারুজ্জামান, কার্যকারী সভপতি মোঃ শফিকুল ইসলাম (জিতু), সিনিয়র সহ-সভাপতি মোঃ বায়েজীদ হোসেন, সহ-সভাপতি মোঃ মাজহারুল ইসলাম (কাঞ্চন), সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম(মানিক), সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম (সবুজ), সদস্য মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)সহ রিপোর্টার্স ক্লাবের সদস্যরা।

গান পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী দীপংকর গৌতম দ্বীজেন, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মকবুল হোসেন, সদস্য মোঃ রুহুল আমিন। সন্ধ্যায় পুনারায় কানাইয়া বাজার সংলগ্ন চিলাই নদীর ঘাটে এসে নৌকা ভ্রমণের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *