ঢাকায় এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আজ

Slider টপ নিউজ

201148_bangladesh_pratidin_bdp_dhaka

তীব্র তাপদাহে পুড়ছে রাজধানী ঢাকা। আজ ঢাকার তাপমাত্রা ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

যা এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা। পাশাপাশি, বৃষ্টিহীন দিন হবার কারণে বাতাসে আর্দ্রতা ছিল বেশি। তাই গরম অনুভূত হয়েছে তাপমাত্রার চেয়েও বেশি।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বলছে, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে ঢাকায় বৃষ্টি হচ্ছে না। এ অবস্থা কাটতে দু-একদিন লাগবে।

এদিকে, বুধবার এই তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে ঢাকার তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

এর আগে, ২০১৪ সালের ২২ এপ্রিল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা পাঁচ দশকের সর্বোচ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *