এইচএসসিতে সিলেটে এক যুগের মধ্যে সবচেয়ে খারাপ ফল!

Slider সিলেট

184144_bangladesh_pratidin_9874

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) গত এক যুগের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে সিলেট শিক্ষা বোর্ডে। সিলেট বোর্ডে এবার পাসের হার ৬২ দশমিক ১১ শতাংশ।

গত বছর পাসের হার ছিল ৭২ দশমিক ০৩ শতাংশ।
আজ বৃহস্পতিবার সকালে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমেদ।
তিনি জানান, এ বছর সিলেট বোর্ডে ৭১ হাজার ৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৪৪ হাজার ১২৭ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ৮৭৩ জন শিক্ষার্থী। গতবার ৭শ’ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।

এ বছর ৩২ হাজার ৮৮৫ জন ছেলেদের মধ্যে পাস করেছে ১৯ হাজার ১৮৬ জন। তাদের পাসের হার ৫৮ দশমিক ৯২। অন্যদিকে ৩৮ হাজার ৭৯০ জন মেয়েদের মধ্যে পাস করেছে ২৪ হাজার ৯৪১ জন। তাদের পাসের হার ৬৪.৮১ শতাংশ।

ইংরেজি ও আইসিটি বিষয়ে ফলাফল খারাপ হওয়ায় সার্বিক ফলাফলে প্রভাব পড়েছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *