চীনের শিচুয়ান প্রদেশের একটি শিল্প পার্কে বিস্ফোরণে ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন।
বৃহস্পতিবার (১২ জুলাই) সন্ধ্যায় ইয়িবিন হেংদা টেকনোলজি শিল্প পার্কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স খবর সংবাদ প্রকাশ করেছে।
খবরে আরো বলা হয়, আহতদের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এদিকে খাদ্য ও ফার্মাসিটিক্যালস পণ্যের কেমিক্যাল উৎপাদক প্রতিষ্ঠানটি বিস্ফোরণের ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এর আগে ২০১৫ সালে চীনের উত্তরাঞ্চল তিয়ানজিনে একটি বিস্ফোরণের ঘটনায় ১৬৫ জন নিহত হয়। গত বছর পশ্চিমাঞ্চলের শানডং প্রদেশে একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে বিস্ফোরণে আটজন নিহত হন।