‘রেইসকোর্স’ এবং ‘লেডিস ডে’ কি?

Slider বিচিত্র

200807_bangladesh_pratidin_bdp_prioty

ইউরোপে গ্রীষ্মের উৎসবগুলোর মধ্যে রেইসকোর্স হলো অন্যতম ও বিপুল জনপ্রিয়। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে ব্যাপক জনপ্রিয়।

বছরব্যাপী চলে প্রস্তুতি। ৩-৬ দিন চলে এই উৎসব।
রেইসকোর্স উৎসব হল দেশ ও বিদেশ থেকে ঘোড়া আসে এই উৎসবের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, অর্থাৎ ঘোড়া দৌড়ানো প্রতিযোগিতা। এই ৩-৬ দিনের মধ্যে যেকোনো একদিন হয় লেডিস ডে, যেদিন পুরুষ ও নারীরা সুন্দর, অভিজাত, পরিপাট নিজস্ব কৃষ্টি, সাংস্কৃতিক ঐতিহ্যে অনুযায়ী পোশাক পরিধান করবে (যেমনটি আমরা দেখি রয়েল পরিবারদের পরতে)।

এইদিন শুধু বেস্ট ড্রেসড লেডি প্রতিযোগিতাই হয় না, বেস্ট ড্রেসড ম্যান ও বেস্ট ড্রেসড কাপল প্রতিযোগিতাও হয়। তবে মিডিয়াসহ সাধারণ মানুষের ‘বেস্ট ড্রেসড লেডি’ এর দিকে চোখ থাকে বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *