কুমিল্লায় বরুড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন আহত হয়েছেন। উপজেলার শিলমুড়ী উত্তর ইউনিয়নের ডিমডুল নামক গ্রামে জব্বার মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এবং আহতের সূত্রে জানা গেছে, আজ রবিবার বিকেলে ডিমডুল গ্রামে জব্বার মিয়ার বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করে পাগলা কুকুর আক্রমণ চালায়। এসময় কুকুরটির কামড়ে শিশুসহ ১০ জন আহত হয়েছেন। আহতরা হলেন- ডিমডুল গ্রামের মো. জাহিদুল ইসলাম (১০), নিলুফা বেগম (৫৫), ফজলুর রহমান (৪৮), ইসমাইল হোসেন (১৬), মোজাম্মেল হক (১৫), মোসাম্মৎ সুফিয়া বেগম (৩৫), মো. আবদুল্লাহ (৪০), বিলকিছ বেগম (৪৫), হাবিবুর রহমান (৪) এবং অজ্ঞাতনামা প্রায় তিন বছর বয়সী ছেলে এক শিশু রয়েছে। এছাড়া ওই গ্রামের আবদুর রশিদ ভূঁইয়া নামে এক কৃষকের একটি গাভী কুকুরের কামড়ে আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত হওয়ায় ফজলুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে ওই এলাকায় পাগলা কুকুরের উৎপাতের কারণে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।