গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়ের পথে রয়েছে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। সন্ধ্যায় নির্বাচনের ফল আসা শুরু হলে জাহাঙ্গীর আলমের কর্মী সমর্থকরা নগরীর ছয়দানা এলাকায় তার বাসভবনে জড়ো হতে থাকেন। সময় বাড়ার সঙ্গে ভিড় বাড়তে থাকে সেখানে। বিভিন্ন কেন্দ্রের ফল সংগ্রহ করে ঘোষণা দেয়ার পর পর বিজয় উল্লাসে ফেটে পড়েন নেতাকর্মীরা। বিএনপি প্রার্থীর সঙ্গে ভোটের ব্যবধান লক্ষাধিক হওয়ার তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর সমর্থকরা বিজয় উৎসব শুরু করে দেন। সকালে কানাইয়া এলাকায় নিজের ভোট দিয়ে জাহাঙ্গীর আলম নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন।
জয়ের বিষয়ে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারও আশা প্রকাশ করেছিলেন টঙ্গী এলাকার বছিরউদ্দিন উদয়ন একাডেমি কেন্দ্রে ভোট দেয়ার পর। এদিকে, রাতে জয় স্পষ্ট হওয়ার পর জাহাঙ্গীর আলম সাংবাদিক ও উপস্থিত নেতাকর্মীদের বলেন, দল পরিশ্রম করায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভালো ফল পেয়েছি। সব জায়গা থেকে জয়ের তথ্য আসছে। তবে, এতে বেশি উৎসাহিত হয়ে কেউ যেন প্রতিপক্ষকে কোনোভাবে আঘাত না করে। ভোটে দাঁড়িয়েছি, জিতলে আনন্দ লাগবে। সিটি করপোরেশন সবার। আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। তিনি বলেন, গাজীপুরের মানুষ যানজট ও জলাবদ্ধতায় অনেক কষ্ট করে। এগুলো কীভাবে সমাধান করা যায় তা নিয়ে সবাইকে কাজ করতে হবে। জাহাঙ্গীর আলম বলেন, আমাকে যারা ভোট দিয়েছেন, আর যারা দেননি, আসুন সবাই মিলেমিশে গাজীপুরের মানুষের জন্য কাজ করি। এদিকে রাতে এ রিপোর্ট লেখার সময় অনানুষ্ঠানিকভাবে ৩৪৫টি কেন্দ্রের ফল পাওয়া যায়। এর মধ্যে জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে ৩,৫৬,০৯৪ পেয়েছেন ভোট। ধানের শীষ প্রতীকে হাসান উদ্দিন সরকার পেয়েছেন ১,৭০,৮৫৫ ভোট। ৪২৫টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রের ভোট অনিয়মের কারণে স্থগিত করেছে নির্বাচন কমিশন।