ঢাকা:বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ। দেশের ১৫তম সেনাপ্রধান হিসেবে আগামী ৩ বছর এ দায়িত্ব পালন করবেন তিনি।
আজ সোমবার দুপুরে ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরআগে, বিদায়ী সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বিদায়ী সেনাপ্রধান শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করেন এবং মুক্তিযুদ্ধে শহীদ সেনা সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পরে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ দেয়। এরপর সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও সৈনিকদের উপস্থিতিতে বিদায়ী সেনাবাহিনী প্রধানকে সামরিক রীতিতে বিদায় জানানো হয়। পরে ফুল দিয়ে সজ্জিত খোলা জিপে সেনাসদর থেকে তার বাসভবনে যান বিদায়ী সেনাপ্রধান।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজিজ আহমেদকে র্যাঙ্ক ব্যাজ পড়াবেন।