নিরাপত্তার কঠোরতা দেখে হতবাক ফ্যাফ ডু’প্লেসিরা

Slider খেলা
নিরাপত্তার কঠোরতা দেখে হতবাক ফ্যাফ  ডু’প্লেসিরা

বিশ্ব একাদশের হাত ধরে পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে সোমবার লাহোরে পৌঁছায় ফ্যাফ ডু প্লেসির নেতৃত্বাধীন বিশ্ব একদাশ৷ অভূতপূর্ব নিরাপত্তায় মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে বিশ্ব একাদশ নামছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে৷

লাহোরে পা-রেখে বিশ্ব একাদশের অধিনায়ক ডু’প্লেসি বলেন, ‘এটা শুধু ক্রিকেট ট্যুর নয়৷ এর গুরুত্ব অনেক বেশি৷ পাক ক্রিকেট সমর্থকরা ঘরের মাঠে ফের আন্তর্জাতিক ম্যাচ দেখতে পাবে, এতে আমরা খুশি৷’

ডু’প্লেসি ছাড়াও হাশিম আমলা, ইমরান তাহির, মর্নি মর্কেল, থিসারা পেরেরা, কলিন মিলারের মতো ক্রিকেটাররা৷ বিশ্ব একাদশ দলের কোচ দায়িত্ব পালন করছেন সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক তথা প্রাক্তন ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার৷ ক্রিকেটারদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি৷

ছ’স্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় ক্রিকেটারদের বিমানবন্দর থেকে হোটেলে আনা হয়৷ হোটেলেও নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়৷ বিশ্ব একাদশের কোচ ফ্লাওয়ার সাংবাদিক বৈঠকে বলেন, ‘এই সফর শেষে আমরা পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার সেলিব্রেশন করতে পারব৷’

এত কঠোর নিরাপত্তা দেখে বিশ্ব একাদশের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস বলেন, ‘এত কঠোর নিরাপত্তা দেখে মনে হচ্ছে আমরা একটা সিনেমার জগতে বসবাস করছি।

নিরাপত্তা ব্যবস্থা দেখেই বোঝা যায় সিরিজটি যেন পাকিস্তানের জন্য একটি মুক্তির বার্তা। এ কারণে পাকিস্তান এই সিরিজের নাম দিয়েছে ইন্ডিপেন্ডেন্স কাপ। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *