ইতালিতে প্রবাসী বাংলাদেশি নারীদের সংগঠন নব জাগরণ নারী কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি রেহানা আক্তার শিল্পীর পৃষ্টপোষকতায় রোমের তুসকোলানার পিয়াছা কনসলি পার্কে ঈদ-পুর্নমিলনী অনুষ্ঠান প্রবাসী নারীদের মিলন মেলায় পরিণত হয়।
সানজিদা ইসলাম সঙ্গিতার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক লিপী আক্তারের সঞ্চালনায় ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে সর্বস্তরের নারী-পুরুষ অংশ নেন।
নব জাগরণ নারী কল্যাণ সমিতির কর্মকর্তাবৃন্দ ছাড়াও বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি এ কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাসান ইকবাল, ইতালি আওয়ামী লীগের প্রবীণ নেতা আইউব খান প্রিন্স, ইতালি আওয়ামী লীগ সহ সভাপতি জসিম উদ্দিন, বৃহত্তর কুমিল্লার সাবেক সভাপতি দিদারুল আবদিন দিদার, ব্যাংকার ব্যবসায়ী সমিতি ইতালির সভাপতি মইনুল হোসেন ময়না, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, উপদেষ্টা সেলিম বেপারি, সহ সভাপতি আব্দুল্লাহ, ইতালি আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম প্রধান, দপ্তর সম্পাদক হাবিব মগদম, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সসম্পাদক মাসুদ রানা, মহিলা আওয়ামী লীগ সাধারণন সম্পাদক ও নব জাগরণ নারী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা নয়না আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামীমা আক্তার পপি, রোম মহানগর আওয়ামী লীগ সভাপতি শেখ মামুন তুসকোলানা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মাদ জহিরুল ইসলাম, তুসকোলানা সমাজ কল্যাণ সমিতির সভাপতি জাহিদ হাসান খোকন, সিনিয়র সহ সভাপতি মোঃ শাহীন, সাধারণ সম্পাদক শাহজাহান পাটোয়ারী, সেলিম বেপারী, আবুল বাসার, মনির হোসেন, শাহেদ আলম, শাহ্ আলমসহ সকল শ্রেণি-পেশার, রাজনৈতিক, সমাজিক, আঞ্চলীক সংগঠনের নারী ও পুরুষ ঈদ পুর্নমিলনীতে উপস্থিত ছিলেন।
এ ছাড়াও ইতালি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন, সাংবাদিক এলিন আহমেদ মিঠু, শিমুল রহমান, মহিলা সমাজ কল্যাণ সমিতির প্রচার সম্পাদক সাংবাদিক ফাহিমা হোসেন সহ আরো অনেকে।
এ সময় নারী সংগঠনের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মারুফা বেগম, সেলিনা আক্তার শিলা, সিনিয়র সহ সভাপতি রেহানা আক্তার শিল্পী, সহ সভাপতি সুলতানা বেগম লাকি, তাহামিনা খাতুন, সুমি আক্তার, যুগ্ম সাধারণ সংগঠনিক সম্পাদক তানিয়া হাসান, নুসরাত জাহান বুবলি, শিউলি শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মনিকা ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক শিমু অনন্যা, নুজাহান আক্তার মুনা, নিপা আক্তার, তানিয়া হক, নুপুর, মমতা হাসেম জুমানা সহ অনেকে।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ইতালির জনপ্রিয় সংগিত শিল্পী তাহেরুল ইসলাম ও মনিকা ইসলাম বিভিন্ন জনপ্রিয় গান গেয়ে সকলকে মাতিয়ে রাখেন।