উদ্বোধনী ম্যাচে সৌদির জালে রাশিয়ার ৫ গোল

Slider খেলা

230839_bangladesh_pratidin_spodi_pic

পর্দা উঠেছে বিশ্বকাপের ২১তম আসরের। প্রথম ম্যাচে লড়ছে স্বাগতিক রাশিয়া ও সৌদি আরব।

তবে ছন্দময় ফুটবল খেলছে স্বাগতিকরা। পাত্তাই পায়নি মধ্যপ্রাচ্যের দলটি। সর্বশেষ ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রাশিয়া।
স্বাগতিকরা সৌদির জালে দুই গোল দিয়ে শেষ করে প্রথমার্ধ। ম্যাচের ১২ মিনিটের মাথায় গোলটি করেন রাশিয়ান ইউরি গাজিনস্কি। এরপর ৪৩ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামা চেরিশভ গোল করলে ২-০তে এগিয়ে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফেরার পর ম্যাচের ৫৬তম মিনিটে সৌদি আরব ব্যবধান কমাতে পারতো। মাঠের ডান দিক থেকে ডি-বক্সের মধ্যে পাস দেন সালমান আল ফারাজ। বলে আলতো ছৌঁয়া দিতে পারলে গোল হতে পারতো।

কিন্তু সেই সুযোগ কাজে লাহাতে পারেননি তাইসার আল-জসিম।

soudi ---

৭১তম মিনিটে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রাশিয়া। আলেকসান্দ্র গলোভিনের ক্রস থেকে হেড করে সৌদি আরবের জালে বল জড়ান আর্টেম ডিজিউবা। পর পর দুই গোল করে নিজেদের আরও এক ধাপ এগিয়ে নয় রাশিয়া।

৯১তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ডেনিস চেরিশেভ। এরপর সৌদি আরবের ডি-বক্সের কাছে ফ্রি-কিক পায় রাশিয়া। ফ্রি-কিক থেকে গোল করতে ভুল করেননি আলেকসান্দ্র গলোভিন।

রাশিয়া একাদশ
গোলরক্ষক: ইগর আকিনফিভ
রক্ষণভাগ: মারিও ফারনান্দেস, সের্গেই ইগনাশেভিচ, ইলিয়া কুতেপভ
মধ্যমভাগ: ইউরি গাজিনস্কি, আলান জাগোয়েভ, রোমান জোবনিন, আলেক্সান্দর গোলোভিন, ইউরি ঝিরকভ, আলেক্সান্দর সামেদভ
আক্রমণভাগ: ফেদর স্মলভ।

সৌদি একাদশ
গোলরক্ষক: আবদুল্লাহ আল মাইয়ুফ।
রক্ষণভাগ: মোহাম্মদ আল বোরায়েক, ওমার হাউসাবি, ওসামা হাউসাবি, আল শাহরানি।
মধ্যমভাগ: আবদুল্লাহ ওতাইফ, সালেম আল দাউসারি, সালমান আল ফারাজ, তাইসির আল জাসিম, ইয়াহিয়া আল শেহরি।
আক্রমণভাগ: মোহাম্মদ আল সাহলাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *