জাপানের ওকিনাওয়ার উপকূলীয় সাগরে মার্কিন সামরিক বাহিনীর একটি এফ-১৫ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। পাইলটকে উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার নিয়মিত উড্ডয়ন প্রশিক্ষণে চলাকালে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়া সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন কমান্ড সেন্টার।
স্থানীয় বাসিন্দাদের মাঝে মার্কিনবিরোধী অবস্থান অত্যন্ত প্রবল। এ ঘটনার পর সে জনমত আরো জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর থেকেই জাপানে কিছু মার্কিন ঘাঁটি রয়ে গেছে। জাপানের প্রধানমন্ত্রীও চাইছেন মার্কিন ঘাঁটি কিছুটা দূরে সরিয়ে দিতে।