দাপুটে বোলিংয়ে পর ব্যাট হাতেও জ্বলে উঠলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। যার ফলে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমিতে এশিয়া কাপের ফাইনালে টসে জিতে ভারতীয় মেয়েদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। বাংলাদেশি মেয়েদের বোলিং তোপে পড়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১২ রান করে ভারত। ১১৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে সালমা বাহিনী।
ভারতের দেয়া ১১২ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে ওপেনার শামীমা সুলতানা এবং আয়শা রহমান স্কোরবোর্ডে ৩৫ রান যোগ করেন। ২৩ বলে ১৭ রানে আউট হয় আয়শা রহমান। পরের বলেই শামীমা সুলতানা ১৬ রানে প্যাভিলিয়নে ফেরেন।
দলীয় ৫৫ রানে ফারজানা হক আউট হলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। এরপর নিগার সুলতানার ৩০ রানের উপর ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ১৬ ওভারে ৮৫ রান। এরপর দলের হাল ধরেন রুমানা আহমেদ।
দুর্ভাগ্যজনক রানআউট হবার পূর্বে তার সংগ্রহ ছিল ২২ বলে ২৩ রান।
শেষ ২ বলে ২ রানের প্রয়োজন পড়লে ম্যাচ পরিস্থিতি টানটান উত্তেজনায় রূপ নেয়। সানজিদা রানআউট হয়ে গেলে জয়ের কাণ্ডারীতে পরিণত হন অলরাউন্ডার জাহানারা আলম। শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে শেষ ১ বলে ২ রান নিয়ে ভারতের বিপক্ষে ৩ উইকেটে জয় লাভ করে সালমা বাহিনী।