চট্টগ্রামে ট্রাক চাপায় নারীসহ ৪ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
শুক্রবার সকালে নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নগরীর বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ‘একটি ট্রাক কর্ণফুলী থেকে নগরীর দিকে আসার সময় নতুন ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এসময় কয়েকটি রিকশা এবং পথচারিদের চাপা দেয়। এ ঘটনায় চারজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। ’
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকালে একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা কয়েকটি রিকশা ও সিএনটি টেক্সিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নার্গিস আকতার, হাসিনা আকতার, শাহ পরান, নুরুল আবছার নিহত হন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আবদুস সাত্তার, ইমরান, আবদুর রহমান, অনিল বড়ুয়া, শারমিন আক্তার, রিগান, সিফাত, দিদার ও জাহাঙ্গীর আলমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেরিনার্স সড়কের প্রবেশ মুখে বেশ কয়েকটি রিকশা ও সিএনজি টেক্সির জন্য যাত্রীরা দাঁড়িয়ে ছিলেন।
এছাড়া টেম্পোতে ওঠার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলেন অনেকে। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভিড়ের মধ্যে উঠে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।