পার্লামেন্টে খানিকটা গ্যাপ থাকলেও পর্দায় ‘এক’ হতে চলেছেন পরেশ রাওয়াল আর নরেন্দ্র মোদি। মোদির জীবনী নিয়ে সিনেমায় এবার খোদ প্রধানমন্ত্রীর জুতায় পা গলাতে চলেছেন পরেশ। কয়েক দিন আগে সঞ্জুর বাবা সুনীল দত্তর চরিত্রে অভিনয় করে নিজের আসন বেশ জোরালো করেছিলেন শক্তিমান এই অভিনেতা। এবার মোদি হয়ে এই বিজেপি এমপি অভিনয়জগতের ‘কুরসি’ও বগলদাবা করবেন নিশ্চিত। মোদি চরিত্রে পরেশের খবর ভারতীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে। পরেশ রাওয়াল প্রযোজক হলেও এই ছবির নাম কিংবা পরিচালক কে হবেন তা জানা যায়নি। তবে এটুকু জানিয়েছেন, আগস্টের মধ্যে চিত্রনাট্যের কাজ শেষ। শুটিং শুরু হবে সেপ্টেম্বর বা অক্টোবরের শুরুতে।
