সোমবার (৮ ডিসেম্বর) বিকাল চারটা ৪০ মিনিটে ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়ে প্রায় সাড়ে পাঁচটা পর্যন্ত চলে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, বাংলাদেশের সংসদের কার্যকারিত সম্পর্কে জানতে চেয়েছে ইইউ। আ’লীগ সংসদে সরকার ও বিরোধী দলের অবস্থান ব্যাখা করেছে। এতে ইইউ সন্তোষ প্রকাশ করেছে বলে দাবি হানিফের।
বৈঠকে মধ্যবর্তী নির্বাচনে নিয়ে আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, কোনো আলোচনা হয়নি। প্রতিনিধি দলের আগ্রহ ছিল পোশাক খাত ও দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে।
বৈঠকে হানিফের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ।
ইইউ চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইইউ সংসদীয় প্রতিনিধি দলের সদস্য জিন ল্যামবার্ড।
দশম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের এটাই তাদের প্রথম বৈঠক। এর আগে তারা একবার বৈঠক করেছিল ৫ জানুয়ারির নির্বাচনের আগে।