মেসিই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে: এনরিক

খেলা

image_109481_0বার্সেলোনা কোচ লুইস এনরিক জানিয়েছেন, রোববারের কাতালান ডার্বিতে লিওনেল মেসিই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। মাঠে এলএম টেন’র পারফরমেন্স ‘দুর্দান্ত’ ছিল বলেও তিনি জানান।

রোববার ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে খেলার ১৩তম মিনিটেই পিছিয়ে পড়ে কাতালানরা। বিরতির পর মাত্র চার মিনিটে দুই গোল করে বার্সেলোনাকে ম্যাচে ফেরান এলএম টেন। এরপর খেলা শেষ হওয়ার নয় মিনিট আগে লা লিগায় নিজের ২১তম হ্যাটট্রিক পূর্ণ করেন এই আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর।

খেলা শেষ হওয়ার পর এনরিক জানিয়েছেন, মেসিই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছেন এবং এক ঝলকে ম্যাচে গতিপথ পাল্টে দেন।

এনরিক বলেন, “এসপানিওল গোল করে এগিয়ে যাওয়ার পর ন্যু-ক্যাম্পে স্তব্ধতা নেমে যায়। প্রথমার্ধে আমরা বেশ কয়েকটি সুযোগ মিস করেছি। তবে বিরতির পর মেসি এক ঝলকে খেলার মোড় পাল্টে দেয়। মেসিই মতো খেলোয়াড় যেই দলে থাকে তাদেরকে হারানো যে কোনো দলের জন্য কঠিন।”

তিনি আরো বলেন, “আজ (রোববার) মেসি গোল করেই শুধু ‘দুর্দান্ত’ পারফরমেন্স দেখিয়েছে তা নয়; বরং  সে মাঠে অসাধারণ খেলেছে এবং গোলের অসংখ্য সুযোগ সৃষ্টি করেছে। আজকের ম্যাচেই শুধু নয়; মৌসুমের শুরু থেকেই সে অসাধারণ খেলছে।”

রোববারের হ্যাটট্রিকের মাধ্যমে মেসি বার্সেলোনার হয়ে ৪০০ গোলের রেকর্ড গড়েন। এছাড়া কাতালান ডার্বিতে সর্বোচ্চ ১২ গোলের রেকর্ড গড়েন। তিনি পেরিয়ে যান ১৯৪০-৫০ দশকের কিংবদন্তি তারকা সিজার রদ্রিগেজকে। কাতালান ডার্বিতে তিনি করেছিলেন ১১ গোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *