দীর্ঘ ৫ মাস পর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি দুই দিনের সফরে মঙ্গলবার তার নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জে আসছেন। এ দিন তিনি সড়ক পথে সকাল ১১টা ৩০ মিনিটে রংপুর জেলা পরিষদ ডাক বাংলোতে (পীরগঞ্জে) উপস্থিত হবেন। দুপুর ১২ টায় পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ ও কৃতি ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বেলা ৩ টায় সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন নির্বাচিত হওয়ায় পীরগঞ্জ শাহ আব্দুর রউফ কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ ও মহাজোটের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন। বিকেল ৫টা ৩০ মিনিটে রংপুর জেলা পরিষদ ডাক বাংলোয় (পীরগঞ্জ) স্থানীয় নেতা কর্মীদের সাথে মত বিনিময় করবেন। সন্ধ্যা ৭টায় রংপুর সার্কিট হাউজের উদ্দেশে পীরগঞ্জ ত্যাগ করবেন। পরদিন বুধবার সকাল ৯টা ১০মিনিটে পীরগঞ্জ উপজেলা পরিষদের বিভিন্ন সভায় যোগদান ও ১০টা ৪৫ মিনিটে নবনির্মিত টুকুরিয়া ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধন শেষে দুপুর ২টায় পীরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত ১২ জুলাই তিনি পীরগঞ্জে এসেছিলেন।