সোমবার দুপুরে জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে ১৫৫তম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এ সংসদ সদস্যকে শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গত ৬ অক্টোবর ঈদুল আযহার দিন এমপি ইসহাক তালুকদার শ্বাস কষ্টজনিত কারণে মারা যান। তার মৃত্যুর পর ২৮ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করা হয়। ১১ নভেম্বর আসনটিতে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। একাধিক প্রার্থী মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত জমা দেন কেবল দুইজন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আক্তারুল ইসলাম মুন্নুর মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকায় ২২ নভেম্বর সেটি বাতিল করা হয়।
এমপি হিসেবে শপথ নিলেন আমজাদ
সোমবার দুপুরে জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে ১৫৫তম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এ সংসদ সদস্যকে শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গত ৬ অক্টোবর ঈদুল আযহার দিন এমপি ইসহাক তালুকদার শ্বাস কষ্টজনিত কারণে মারা যান। তার মৃত্যুর পর ২৮ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করা হয়। ১১ নভেম্বর আসনটিতে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। একাধিক প্রার্থী মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত জমা দেন কেবল দুইজন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আক্তারুল ইসলাম মুন্নুর মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকায় ২২ নভেম্বর সেটি বাতিল করা হয়।