দিনাজপুরে পৃথক ২টি বন্দুক যুদ্ধে শীর্ষ ২ মাদক ব্যবসায়ী নিহত

Slider রংপুর

SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে জেলার অন্যতম মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ডলার সাবদারুল (৪৭) নিহত হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিক্তিতে খবর পেয়ে র‌্যাব ১৩ এর সদস্যরা বীরগঞ্জের মরিচা ইউনিয়নের বাসুদেবপুর এলাকায় অভিযান চালালে বন্দুক যুদ্ধে ডলার সাবদারুল নিহত হয়। বন্দুক যুদ্ধের সময় সাবদারুলের সাথে থাকা ৪/৫ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এ সময় ঘটনা স্থল থেকে বিপুল পরিমানে মাদক দ্রব্য, বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়। ২ জন র‌্যাব সদস্য আহত হয়েছে বলে র‌্যাব দাবি করেছেন। ঘটনার সত্যতা স্বিকার করেছেন র‌্যাব ১৩ এর কোম্পানি কমান্ডার মেজর সাকিব।

নিহত ডলার সাবদারুলের বাড়ি বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নন্দাইগাও গ্রামে। তার পিতার নাম মৃত মজিবর রহমান।
জানাগেছে, ডলার সাবদারুলের বিরুদ্ধে বীরগঞ্জ থানা সহ বিভিন্ন থানা সহ বিভিন্ন স্থানে প্রায় ২০/২২টি মাদক, ডলার, অস্ত্র সহ বিভিন্ন মামলা রয়েছে। সর্বশেষ ২৪ এপ্রিল বীরগঞ্জ থানার পুলিশ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক করে আদালতে প্রেরন করেছিলো।

অপরদিকে, বন্দুক যুদ্ধের ঘটনায় দিনাজপুর সদর উপজেলার মহাব্বতপুর গ্রামের আব্দুস সামাদের পুত্র আব্দুস সালাম (৩৬) রামসাগর এলাকায় বন্দুক যুদ্ধে নিহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *