প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের দেয়া ইফতার মাহফিলে যোগদান করেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।
আজ সুপ্রিম কোর্ট চত্বরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাজেস কমপ্লেক্সে বিচারক, সিনিয়র আইনজীবী এবং সুপ্রিম কোর্টের অন্যান্য সংশ্লিষ্টদের বিভিন্ন টেবিলে যান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রিসভার সদস্যবর্গ, সাবেক প্রধান বিচারপতিগণ, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নেতৃবৃন্দ, সুপ্রিম কোর্টের বিচারকগণ, এটর্নি জেনারেল, তিন বাহিনী প্রধানগণ, সিনিয়র আইনজীবীগণ, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ অন্যান্যের মধ্যে ইফতার অনুষ্ঠানে যোগ দেন।
রাষ্ট্রপতি এর আগে ইফতার অনুষ্ঠান স্থলে এসে পৌঁছালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইনমন্ত্রী আনিসুল হক তাকে স্বাগত জানান।